৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ- ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চান্দগাঁও থানার অভিযানে চারজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪রা মার্চ) রাতে পৃথক অভিযানে চান্দঁগাও থানাধীন মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজারের চকরিয়া এলাকার বর্তমানে চান্দঁগাও এলাকায় বসবাসরত মোঃ রাসেল মিয়া (২০) এবং বাকলিয়া বলিরহাট এলাকার আলী আকবর (৩০), রাহাত্তারপুল এলাকার মোঃ ওয়াহিদুল আলম প্রঃ বাবু এবং চান্দগাঁও পাঠানিয়া এলাকার মোঃ হাবেজ।

চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দঁগাও থানার বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন :