১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ- ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অফিস শেষে ধরতে হবে না বসের ফোন, আইন পাস

নির্ধারিত কর্মঘণ্টার পরে বস ই–মেইল করেন বা কাজ শেষ হওয়ার পরেও খুদে বার্তা দেন। অনেক কর্মী বিষয়টি স্বাভাবিকভাবে নেন না, বিরক্ত হন। তবে অস্ট্রেলিয়ায় কর্মীরা এখন থেকে এমন সব ব্যাপার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এখন কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে যেন না হয়, তা নিশ্চিত করতে আইন পাস করেছে দেশটি। গতকাল সোমবার থেকেই সেই আইন কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল চালু হওয়া এই নতুন আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই–মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের পক্ষে যাঁরা আছেন, তাঁদের মতে, কাজের পরে ফোন বা ই–মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে।নতুন এই আইনের নামকরণ করা হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট’ হিসেবে। এই আইনের আওতায় এখন থেকে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কোনো অফিসের বস যদি কর্মীকে ফোন দেন, তবে কর্মীর সেই ফোন না ধরার অধিকার থাকবে বা পাবেন। তবে এই আইনে নিয়োগকর্তা বা বসরা কর্মীদের ফোন কল, ই–মেইল বা বার্তা পাঠাতে পারবেন না—এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

শেয়ার করুন :