১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ- ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আখাউড়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন। এর আগে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মনিয়ন্দ মনিয়ন্দ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আপেল মিয়া (৩৬), পৌরসভার আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক গোলাম আহাম্মদ (৬৩), লাকসু মিয়া (৫০) ও মো. রায়হান প্রকাশ রিফাত আহমেদ (২৬)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন :