২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ -১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ- ২রা সফর, ১৪৪৭ হিজরি

এক মাস পর উৎসবমুখর ববি

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর উৎসবমুখর পরিবেশে খুলেছে বরিশালের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার দিনভর বিদ্যালয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বেশ উপস্থিতি দেখা গেছে।

তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের ক্লাস-পরীক্ষা গ্রহণ নিয়ে সংশয়ে রয়েছেন। অধিকাংশ সরকারি কলেজ দুই-একটি ক্লাস গ্রহণের মাধ্যমে কার্যক্রম শেষ করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বলেন, সর্বজনীন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে ১ জুলাই থেকে বন্ধ হয়ে যায় ববির ক্লাস-পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে অচল হয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে আমরা একাডেমিক কার্যক্রমে পিছিয়ে পড়েছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্লাস-পরীক্ষা গ্রহণ না হলে চরম বিপাকে পড়বেন বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে অংশ নিয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, রাজনীতি নিষিদ্ধের পর ছাত্র-শিক্ষক সবাই রাজনীতির প্রভাবমুক্ত অবস্থায় ক্যাম্পাসে অবস্থান করছে। এ কারণে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা ও ক্লাস কার্যক্রমে অংশ নিচ্ছে। ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করতে পারবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।

শেয়ার করুন :