৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ- ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র সংসদ থেকে বেরিয়ে নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে রিফাত

নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-তে যুক্ত হয়েছেন রিফাত রশীদ। গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণার পর, রিফাত রশীদ যুগ্ম সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। তার এই নতুন পদ পাওয়ার খবরটি তিনি নিজে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন শুক্রবার রাতে।

ওই পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।’

তিনি আরো বলেন, ‘আমি ছাত্র রাজনীতিই ক্যারি করতে চেয়েছিলাম আরো কয়েকবছর। এইটাই আমার স্বপ্ন ছিলো।

কিন্তু রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলে যুক্ত হতে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। জুলাই অভ্যুত্থানের দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’

শেয়ার করুন :