১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ- ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টিকটক, রিলসে মত দেব না—সাফ কথা বাটলারের

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে নেই বিদ্রোহ করা ১৮ ফুটবলার। তবে নতুন দল নিয়েই বেশ আশাবাদী কোচ পিটার বাটলার। এছাড়া মেয়েদের টিকটক, রিলস করাতে মত দেবেন না বলে সাফ জানিয়েছেন নারী দলের প্রধান এই কোচ।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন দল প্রসঙ্গে বাটলার বলেন, ‘এটা আমাদের পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি। আমি চাই মেয়েরা নির্ভার হয়ে পারফর্ম করবে, নিজেদের মেলে ধরবে। কোনো রকম চাপ অনুভব করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের কাছ থেকে একটা আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখতে চাই।’

বিদ্রোহ করা ১৮ ফুটবলার প্রসঙ্গে তিনি বলেন, ‘শৃঙ্খলা সব ক্ষেত্রেই জরুরি, সেটা ব্যক্তিজীবন বলি আর খেলাধুলা। আমি মনে করি, সাফল্যের সঙ্গে শৃঙ্খলার যোগসূত্র থাকে। ১৮ ফুটবলার যেটা করেছে, সে জন্য তাদের শাস্তি হোক অথবা শাস্তি না হোক, কোনোটাই আমি বলতে চাই না। আমার সব মনোযোগ এখন নতুন দলটা নিয়ে। তাদের পেছনে শ্রম দিচ্ছি, তাদের নিয়েই ভাবছি।’

মেয়েদের টিকটক, রিলস করাতে মত দেবেন না জানিয়ে বাটলার বলেন, ‘ফোন নিয়ে অনুশীলনে কেন আসতে হবে? আপনি ফোন বাড়িতে রেখে এসে ফুটবলে মন দিন। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, এটা বিভ্রান্তিকর। আর টিকটক, রিলস…এসবে আমি কখনো মত দেব না। শুধু এই দলের খেলোয়াড়দের বলবো, আপনারা বাংলাদেশের লক্ষাধিক কিশোর-কিশোরীর জন্য রোল মডেল। অন্যদের আচরণ দ্বারা প্রভাবিত হবেন না, মনে রাখবেন, শৃঙ্খলাই জীবনের চাবিকাঠি।’

এছাড়া নতুন এই দল নিয়ে বেশ ইতিবাচক বাটলার। তিনি বলেন, ‘এই দলটা মাত্র তিন থেকে চার সপ্তাহ অনুশীলন করেছে, এটা খুব বেশি কিছু নয়। তবে আমি যেটা দেখলাম, তারা নিয়মিত শিখছে, উন্নতি করছে। আসলে আমাদের সবারই শক্তি ও দুর্বলতার দিক আছে। তারাও ব্যতিক্রম নয়। তবে প্রতিদিনই তাদের মনোবল বাড়ছে এবং শক্তির জায়গাগুলো সমৃদ্ধ হচ্ছে। সব মিলিয়ে আমি এই দলটাকে নিয়ে খুবই ইতিবাচক।’

শেয়ার করুন :