১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ- ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাকে গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিলকে (৪৪) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন।

পুলিশ সুপার বলেন, গত ২১ ফেব্রুয়ারি আটককৃত আব্দুল জলিলের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা বেড়হাউলিয়া গ্রামস্থ ডিবি পুলিশ আটক করলে তার সমর্থকগণ পুলিশের কাজে বাঁধা প্রদান করে ডিবি পুলিশের ওপর আক্রমণ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এ সময় ৫ জন পুলিশ সদস্য জখমপ্রাপ্ত হয়। এ ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর থানার এসআই মো. আল ইমরান বাদী হয়ে ফরিদপুর থানার মামলা দায়ের করেন।

পরবর্তীতে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানাধীন আলিয়া মাদরাসা মোড়, সিএনজি স্ট্যান্ড থেকে বৃহস্পতিবার বিকেলে পলাতক আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন :