৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ- ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৭টি অপরাধী চক্রকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করল কানাডা

সাতটি অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন দেশটির জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লেবল্যান্স। তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও অর্থপাচার রোধে এই পদক্ষেপ।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগের ফলে মাদকপাচার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ঝুঁকি কামানো যাবে বলেও মনে করছে কানাডা সরকার।

সন্ত্রাসী তালিকাভুক্ত ৫টি সংগঠনই মেক্সিকোর। আর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার ২টি সংগঠন রয়েছে। এরমধ্যে একটির কার্যক্রম পরিচালনা করা হয় যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে।

কানাডার জননিরাপত্তামন্ত্রী সাংবাদিকদের জানান, সংগঠনগুলো চরম সহিংসতা, মাদক-মানব এবং অবৈধ অস্ত্র পাচারের মাধ্যমে সংগঠিত অপরাধ করে থাকে। এতে কানাডা ও যুক্তরাষ্ট্রে ফেন্টিনাইলের বিস্তার কমবে বলেও জানান তিনি।

শেয়ার করুন :