২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ -১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ- ৩রা সফর, ১৪৪৭ হিজরি

এসি মেরামতের সময় বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকে এসি’র কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কাচঁপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। নিহতরা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কাচঁপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে হয়। এতে দুইজন দগ্ধ হয়। খবরপেয়ে ঘটনাস্থলে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন :