২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ -১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ- ২রা সফর, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ

জুলাই-আগস্টে আশুলিয়ার হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এসব জানান। জুলাই আগস্ট গণহত্যায় হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো।

এর আগে গত ১৯ মার্চ চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত চারটি মামলার তদন্ত ফাইনাল স্টেজে (শেষ পর্যায়ে) রয়েছে। এর মধ্যে রয়েছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা। সেসময় তিনি আরও জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো।

শেয়ার করুন :