২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ -১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ- ২রা সফর, ১৪৪৭ হিজরি

বর্তমান ছাত্র সমাজ: অবক্ষয়ের পথে ও উত্তরণের উপায়

নেশার জালে আটকা পড়ছে ছাত্রসমাজ

বর্তমানে ছাত্রসমাজের একটি বড় অংশ মাদকের ভয়ংকর জালে আটকে পড়ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধূমপান, ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সহজলভ্যতা, কৌতূহল এবং বন্ধুপ্রভাবের কারণে অনেক শিক্ষার্থী অল্প বয়সেই এসবের সঙ্গে জড়িয়ে পড়ছে।

 

বিশেষজ্ঞদের মতে, পারিবারিক উদাসীনতা, শিক্ষাপ্রতিষ্ঠানে মনোযোগের অভাব এবং হতাশা থেকেই বেশিরভাগ শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের প্রচার এবং বিনোদনের নামে অসৎ সঙ্গের প্রভাবও এক্ষেত্রে দায়ী।

 

এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে এবং তাদের জন্য গঠনমূলক বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী প্রচার চালিয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

শেয়ার করুন :