৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ- ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের বিধান

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারে রোজা ভেঙে যায়। কোনো কোনো চিকিৎসক বলেন, সাহরিতে এক ডোজ ইনহেলার নেওয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোজা রাখা যেতে পারে। হ্যাঁ, কারো যদি বক্ষব্যাধি এমন মারাত্মক আকার ধারণ করে যে ইনহেলার নেওয়া ছাড়া ইফতার পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব, তাহলে তাদের ক্ষেত্রে এই সুযোগ রয়েছে যে তারা প্রয়োজনভেদে ইনহেলার ব্যবহার করবে ও পরবর্তী সময় রোজা কাজা করে নেবে। আর কখনো সুস্থ হওয়ার আশা না থাকলে ফিদিয়া আদায় করবে। (সূত্র : ইবনে আবিদিন : ২/৩৯৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৫৯, হেদায়া : ১/১২০, ইসলাম ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান, পৃ : ৩২৪)

শেয়ার করুন :